‘জেরুজালেম হবে ফিলিস্তিনের চিরকালের রাজধানী’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ১০:৩৫:০২ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: ইসরাইলের বিরুদ্ধে ১১ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর গাজার রাস্তায় সামরিক মহড়া করেছে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন কাসসাম ব্রিগেডস। তারা বেপরোয়া মনোভাবে বলেছে, আমাদের বিজয় দেখিয়েছে, জেরুজালেম আরব মুসলমানদের নিয়ন্ত্রণে আসবে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যানেৎজ বলেছেন, ইসরাইল হামাসকে শাস্তিমূলক শক্ত থাপ্পড় দিয়েছে ১১ দিন। ইসরাইল দাবী করেছিল হামাসের প্রভাবশালী মিলিটারি কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে মেরে ফেলেছে। কিন্তু শনিবার গাজার রাস্তায় পাবলিকের সাথে সাধারণ পোশাকে হাত মিলিয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। বিমান হামলা করে ইয়াহিয়ার বহুতল ভবনটি ধ্বংসস্তুপ করে ফেলেছিল ইসরাইল। গাজার রাজপথে মিলিটারি ক্যামোফ্লাজ পরা হামাস যোদ্ধারা মহড়া থেকে সাম্প্রতিক যুদ্ধে মৃত্যুবরণকারী ব্রিগেডসের অন্যতম কমান্ডার বাসিম ঈসার প্রতি সম্মান প্রদর্শন করে। খবর এপিনিউজ ও ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলম এর।
হামাসের অন্যতম নেতা ইসমায়েল রেদওয়ান মহড়ার অবকাশে দেওয়া বক্তব্যে বলেছেন, আমরা আজ প্রতিরোধের পূণ্যভূমি গাজার মাটিতে বসে দখলদার শক্তির বিরুদ্ধে বিজয়ের উৎসব করছি।
তিনি বলেন, ইসরাইলকে মোকাবিলা করার জন্য ইজাদ্দিন কাসসাম ব্রিগেডস তার সামরিক সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে। হামাসের এই নেতা বলেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে, বায়তুল মুকাদ্দাস আরব ও ইসলামি পরিচয় নিয়ে বেঁচে থাকবে এবং এটি হবে ফিলিস্তিনের চিরকালীন রাজধানী।
গত ১০ মে গাজা উপত্যকার ওপর ইসরাইলের ভয়াবহ বিমান হামলা শুরু হয়। ২১ মে পর্যন্ত চলা এ আগ্রাসনে ৬৯ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ ফিলিস্তিনি শহীদ হন। আহত হন আরও ১৯১০ ফিলিস্তিনি।
আর ইসরাইলি আগ্রাসনের মোকাবিলায় ইসরাইলের জোরপূর্বক দখল করা ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। এতে ১৪ ইসরায়েলি নিহত হয়। শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরাইল।