সিলেট থেকে ৩টি ট্রেন চলবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৯:১৭:০১ অপরাহ্ন
অনুপম ডেস্ক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে দেড় মাসের বেশি সময় ধরে সিলেট-ঢাকাসহ অন্যান্য রুটে বন্ধ ছিলো যাত্রীবাহী ট্রেন চলাচল। দ সোমবার (২৪ মে) থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে চলবে ৩টি ট্রেন।
অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপে কাটতে হবে। যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।
রোববার (২৩ মে) দুপুরে সীমিত আকারে গণপরিবহণ চালুর সিদ্ধান্তের পাশপাশি এরপরই রেলওয়ে সীমিত আকারে ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেট ষ্টেশনমাস্টার জানান, আগামীকাল (সোমবার) থেকে সিলেট-ঢাকা রুটে পারাবত এক্সপ্রেস ও জয়ন্তিকা এবং সিলেট-চট্টগ্রাম রুটে উপবন এক্সপ্রেস চলাচল করবে।
সিলেট থেকে ট্রেন ছাড়ার সময়ের বিষয়ে তিনি জানান, জানান, ঢাকার উদ্দেশে জয়ন্তিকা সকাল ১১টা ১৫ মিনিটে ও পারাবত বিকাল ৩টা ৪৫ মিনিটে এবং চট্টগ্রামের উদ্দেশে উদয়ন ছেড়ে যাবে রাত ৯ টা ৪০ মিনিটে।