মালয়েশিয়ায় বাড়ছে সংক্রমণ: আট লাখের অধিক মানুষ নিলেন টিকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৭:৫৭:৪৫ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় করোনা সংক্রমনরোধে জারি করা বিধিনিষেধের মধ্যেও প্রতিদিনই বাড়ছে সংক্রমণ । দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ মে) দেশটিতে ৬ হাজার ৯৭৬ জন সংক্রমিত হয়েছেন, যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় ৪৯ জন করোনায় মারা গেছেন। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন,২ হাজার ২৪৮ জন। সুস্থ হয়েছেন, ৪ লাখ ৫২ হাজার ৮২১ জন।
এ দিকে করোনা নির্মূলে টিকাদান কর্মসূচীতে শত:স্ফুর্ত অংশ নিয়েছেন দেশটির সাধারন মানুষ। শনিবার ২২ মে পর্যন্ত ৮ লাখ ৭১ হাজার ৫১ জন কোভিড -১৯ (ভ্যাকসিন)”র টিকা নিয়েছেন।
২৩ মে দেশটির স্বাস্থ্য মন্ত্রী দাতুক সেরি ডাঃ আধাম বাবা এ তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রী, তার টুইটারে দেয়া তথ্য বলেছেন, এখন পর্যন্ত সর্বাধিক কোভিড -১৯, ভ্যাকসিন টিকা নিয়েছেন পাঁচটি রাজ্যের জনগন। এর মধ্যে সেলেঙ্গর ১ লাখ ১৭ হাজার ৯২০ জন, সারওয়াক ৮৯,৯৫২, কুয়ালালামপুর ৮৮,০৮৯, জোহর ৭৬,৮১৩ এবং পেরাক ৭০,৪৯৯ জন।
শনিবার পর্যন্ত ৪৩.৬ শতাংশ ভ্যাকসিন ইনজেকশন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৭০৬ জনের নিবন্ধন রেকর্ড করা হয়েছে।
টিকাদান কর্মসূচী বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীসহ ৫ লক্ষাধিক ফ্রন্টলাইন সদস্য কাজ করছেন।
এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দ্বিতীয় ধাপে ৯.৪ মিলিয়ন প্রবীণ, প্রতিবন্ধী এবং তৃতীয় ধাপটি এই বছরের মে থেকে ২০২২ সারের ফেব্রুারিতে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী প্রায় ১৩.৭ মিলিয়নের অধিক নাগরিককে টিকা প্রদান করবে দেশটি।
এ দিকে কোভিড -১৯ টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ ত্বরান্বিত করার জন্য জুনের শেষে সিনোভাক ভ্যাকসিনের মোট ৮.২ মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সিনিয়র (সুরক্ষা) মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব। ২৩ মে রোববার ফারমানিয়াগার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।


