দেশে কাল থেকে ট্রেন, মধ্যরাত থেকে লঞ্চ চলবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৩:১৯:৫৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক : রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকারের সকল স্বাস্থ্য নির্দেশনা মেনে কাল (২৪মে) থেকে ট্রেন চালানো হবে।
আজ দুপুরে রেলভবনে মধুখালী হতে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে ফাঁকা রেখে সোমবার থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি।
১০৮টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৫৬টি চালানো হবে। এতে অর্ধেক আসন ফাঁকা থাকবে। টিকিট অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। সংক্রমণের কারণে কাউন্টারে কোনও টিকিট রাখা হয়নি। এছাড়া ১৮টি কমিউটার ট্রেন চলানো হবে।
এদিকে আজ মধ্যরাত থেকে সরকারের সব নির্দেশনা মেনে লঞ্চ চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। সংস্থাটির সচিব সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সরকার সবধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে। সে অনুযায়ী মধ্যরাত থেকে লঞ্চ চালানো যাবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানো হবে। লঞ্চে ওঠার সময় হ্যান্ড স্যানিটাজার, মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হবে।




