মসজিদুল আকসার বড় মুফতিকে বহিষ্কার যে কারণে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ১০:০৩:৫৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ১৪ বছর ধরে থাকা মসজিদুল আকসার গ্রান্ড মুফতি মুহাম্মাদ হোসাইনকে বহিস্কার করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। কারণ তিনি তার খুতবাগুলোতে হামাসের কথা বলেন নি, গাজায় ইসরায়লি বিমান হামলার কথা বলেন নি।
ইংরেজি পত্রিকা আল আরাবি জানায়, আল-আকসার মুসল্লিরাই প্রথমে এ বিষয়ে মুখ খোলেন। পরে ফিলিস্তিন কর্তৃপক্ষ মুফতি শেখ মোহাম্মদ হোসাইনকে বহিষ্কার ঘোষণা করেন। গতকাল শুক্রবার তাকে তার নির্ধারিত খুতবাও দিতে দেয়া হয়নি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। মুসল্লিরা চিৎকার করে বলেন, ‘কর্তৃপক্ষের কুকুর বেরিয়ে যাও’। শুক্রবার দেখা যায়, মুফতির দেহরক্ষীরা যখন তাকে মসজিদ থেকে সরিয়ে নিচ্ছিলেন, তখন ক্রুদ্ধ মুসল্লিরা চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা মোহাম্মদ দেইফের লোক। ’ উল্লেখ্য, দেইফ হলেন হামাসের সামরিক শাখা ইজাজউদ্দিন আল-কাসাম ব্রিগেডের সুপ্রিম কমান্ডার।
এই গ্রান্ড মুফতির পদ বৃটিশ সামরিক সরকার সৃষ্টি করেছিল রোনাল্ড স্ট্ররের নেতৃত্বে ১৯১৮ সালে। বর্তমান মুফতি মোহাম্মদ হোসাইন, যাকে বহিস্কার করা হল, তিনি ২০০৬ সাল থেকে এ পদে ছিলেন। তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষের লোক, ফাতাহ সংগঠন সমর্থিত মুফতি। সূত্র: আল আরাবি ইংলিশ, জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল।




