সংক্রমনরোধে নতুন করে আবারও বিধিনিষেধ জারি করলো মালয়েশিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৭:৫২:৩০ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: কোভিড ১৯ সংক্রমন বেড়ে যাওয়ায় নতুন করে আবারও বিধিনিষেধ জারি করলো মালয়েশিয়া। আর এ বিধিনিষেধ আগামি ৭ জুন পর্যন্ত জারি থাকবে। এমনটিই জানিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরী ইয়াকুব। শনিবার (২২ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত চলমান থাকবে। এর আওতায় সাড়ে ৭ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং ৬.১ মিলিয়ন বেসরকারি খাতের কর্মকর্তা ও কর্মচারি কাজ করবেন। গণপরিবহন বাস ও এলআরটি ৫০ ভাগ চলাচল করবে। অব্যাহত ভাবে করোনা সংক্রমনের সংখ্যা কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশের অর্থনীতি হুমকিতে এবং জনগনের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হওয়ার শঙ্কায় সারাদেশ জুড়ে কঠোর লকডাউন চাপানো হচ্ছে না।
এখন থেকে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও ৩.০) চলমান লকডাউনে অন্যন্য বিধিনিষেধের পাশাপাশি সরকারি খাতে ৮০ ভাগ কর্মচারি এবং বেসরকারি খাতের ৪০ ভাগ কর্মচারি ঘরে থেকে কাজ করবেন বলে এ আদেশ জারি করা হয়েছে।
দেশব্যাপী কঠোর লকডাউন দিয়ে গত বছরের মার্চ এপ্রিলের মত সবকিছু বন্ধ করে দিয়ে সবাইকে ঘরে থাকতে হবে এমন আশঙ্কার পর শিল্প প্রতিষ্ঠানের মালিকরা এতে রাজি হননি।
তারা বলেন, যদি এমনটা করা হয় তাহলে দেশের অর্থনীতি হুমকির মুখে পড়বে পাশাপাশি সাধারণ জনগন তাদের কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়বে এবং শিল্প প্রতিষ্টানের মালিক, ব্যবসায়ি ক্ষতিগ্রস্ত হবেন। শনিবার জাতীয় নিরাপত্তা কাউন্সিল এর বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় প্রাণহানি ঘটেছে ৫০ জনের। এ পর্যন্ত দেশটিতে মৃত্যুবরন করেছেন ২,১৯৯ জন। এ ছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন ৬,৩২০ জন । এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন, ৫ লাখ ৫ হাজার ১১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন, ৪ লাখ ৪৯ হাজার ২৩৪ জন।


