নেপালের পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন প্রেসিডেন্ট, নভেম্বরে নির্বাচন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৪:৩৪:১৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক : নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি তার দেশের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগামী ১২ ও ১৯ নভেম্বর নতুন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার তিনি প্রতিনিধি পরিষদ বিলুপ্ত ঘোষণা করেছেন। নতুন একটি সরকার গঠনের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর তিনি পার্লামেন্ট ভেঙে দিলেন। খবর সিনহুয়ার।
প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি দেশটির সংবিধানের ৭৬ (৭) ধারা অনুযায়ী প্রতিনিধি পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন এবং আগামী ১২ ও ১৯ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আহ্বান জানান।’
নেপালের সংবিধানের ৭৬ (৭) ধারা অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্ট পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নতুন নির্বাচন আহ্বান করে থাকেন। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আস্থা ভোট অর্জনে বা নতুন কাউকে দায়িত্ব দিতে ব্যর্থ হলে এটি করা হয়ে থাকে।
ওলি পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণার পরামর্শ দেওয়ার ব্যাপারে শুক্রবার রাতে তার মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক আহ্বান করেন এবং পরে তিনি প্রেসিডেন্টকে এটি ভেঙে দেওয়ার পরামর্শ দেন।