‘গাজা বড় সমস্যা না, ইসরায়েলের উচিত ইরানের বিরুদ্ধে এ্যাকশনে যাওয়া’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২১, ১১:৪৭:০৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ‘গাজা খুব বড় সমস্যা না ইসরায়েলের জন্যে। এ ছোট্ট উপত্যকা পালিয়ে যাবে না কোথাও। তবে গাজা জটিল সমস্যা বটে। কিন্তু তার চেয়েও বড় সমস্যা, যে-সমস্যা ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্যে হুমকি, সেটি হল ইরান—ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট। ইসরায়েলের বহির্বিশ্বের গোয়েন্দা সংস্থা মোসাদ ও ইসরায়লি ডিফেন্স ফোর্স কি খবর রাখছে ঠিকমতো এ ব্যাপারে যে, ইরানকে বড় শক্তিধরের কাতারে নিয়ে আসতে তলে তলে কি কি কাজ করছে চীন ও রাশিয়া? যদি ঘুমে থাকে, জেগে উঠবার এখনি সময় ইসরায়েলের।’ এ অভিমত এসেছে আজ (২১ মে ২০২১) ইসরায়েলের বিখ্যাত পত্রিকা ‘জেরুজালেম পোস্ট’-এ।
যোনাহ জেরেমি ববের লেখা কলামটিতে আরও বলা হয়েছে, ‘২০২১ সালে হামাসের সাথে বড় যুদ্ধ করে হয়ত হামাসকে পুরোদমে দমন করার মাধ্যমে জেরুজালেমে শান্তি আনা সম্ভব, কিন্তু এতেই এ অঞ্চলের বড় শক্তিধর প্রতিপক্ষের হুমকিমুক্ত হতে পারবে না ইসরায়েল। সুতরাং মোসাদ ও ইসরায়লি ডিফেন্স ফোর্সকে ইরানের ব্যাপারে মনোযোগী হতে হবে। ইহুদি রাষ্ট্রটির উচিত ‘লাইন ক্রস’ করলেই ইরানের বিরুদ্ধে এ্যাকশনে যাওয়া।’