ফেঞ্চুগঞ্জে সুফিয়ানুল করিম চৌধুরীর মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২১, ৮:৫০:০৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: এলাকার মানুষকে করোনাভাইরাস সচেতন করে তোলার জন্যে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ২নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন স্থানে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় এ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ উৎসাহিত হয়ে করোনা প্রতিরোধের সামগ্রী নিতে দেখা যায়।
উল্লেখ্য, করোনা প্রতিরোধে সরকার মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ব্যাপারে কঠোর নজরদারি রাখছে। এ ব্যাপারে দেশব্যাপী পুলিশও তৎপর রয়েছে।