‘অনেক হয়েছে, ফিলিস্তিনকে মুক্ত করো’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২১, ১০:৪৮:৫৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ক্রিকেটারদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া। সবাইকে বলেছেন ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়াতে। নির্যাতনের কিছু ছবি কোলাজ করে একটি পোস্ট করেছেন জামাল। ক্যাপশনে লেখা আছে, ‘অনেক হয়েছে, ফিলিস্তিনকে মুক্ত করো।’
তিনি আরও লিখেছেন, ‘তাদের সাহায্যের জন্য আর দোয়ার জন্য আরও অনেক হাত প্রয়োজন।’ জামাল এ মুহূর্তে আছেন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জাতীয় দলের ক্যাম্পে। ৩০ মে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপের বাকি তিনটি ম্যাচ খেলতে কাতার রওনা দেবে বাংলাদেশ দল।