সিলেটে বোনের লাশ নিয়ে ফেরার পথে ভাই দুর্ঘটনায় নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২১, ১০:৫৯:২৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক : বোনের লাশ নিয়ে ফেরার পথে সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) রাত আটটার দিকে দক্ষিণ সুরমার খানুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বায়োজিদ আহমদ (৩২)। তিনি কামালবাজার এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের চাচাতো বোন নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃতের লাশ নিয়ে তার পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে রওয়ানা দেন। তখন নিহত বায়োজিদ আহমদও মোটরসাইকেলে এ্যাম্বুলেন্সের সাথে যাচ্ছিলেন। দক্ষিণ সুরমার খানুয়া এলাকায় আসার পর পাশাপাশি চরতে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক, ট্রাক চালক ও হেল্পারকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।