যুদ্ধবিরতির পথে, হামাসের ২ শর্ত, ভীষণ চাপে ইসরায়েল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২১, ১২:২৭:২৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক: গতরাতে ১টার পর থেকে সকাল পর্যন্ত ইসরায়েলের কোন শহরে রকেট-বিপদের সাইরেন বাজে নি। ইসরায়েল-হামাস লড়াইয়ে ১১তম রাত একটার পর ছিল শান্ত ভূমধ্যসাগরের পূর্বপাড়ের বিস্তারিত ঐ অঞ্চল। রাত একটার আগে ইসরায়েল বিমান হামলা করেছে গাজায়। গাজা থেকেও রকেট ছুঁড়েছে হামাস।
রাত একটার পর হামাস রকেট ছুঁড়ে নি। তাদের দুই শর্ত যুদ্ধবিরতির জন্যে। এক. মসজিদুল আকসায় ইসরায়লি সেনারা ঢুকতে পারবে না। দুই. শেখ জারাহ এরিয়া থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে পারবে না, ওরা ৭০ বছর ধরে সপরিবারে ওখানে বসবাস করছে।
ইসরায়েলের দাবি গাযা থেকে তার ভূখন্ড লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুড়েছে হামাস গত দশ দিনে।
তারা আজ যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছতে পারেন কিনা উভয় পক্ষ, সেটাই দেখার অপেক্ষায় বিশ্বের শান্তিকামী মানুষ।
আমেরিকার প্রেসিডেন্ট সাফ বলেছেন নেতানিয়াহুকে, ‘যুদ্ধবিরতির উপায় বের করছেন, আমি দেখতে চাই’।




