ওরা সংশপ্তক—ওরা মৃত্যু নিশ্চিত জেনেও লড়াই করে, ওরা হাজার বছর ধরে পৃথিবীর পথে..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২১, ১২:৫৯:০০ অপরাহ্ন
সারওয়ার চৌধুরী : হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনিরা লড়াই করে আসছে। তাদেরকে নির্বিচারে মেরেও শেষ করে ফেলা যায় নি। যাবেও না বলা যায়, যতই ‘ডিটারমাইন্ড’ হোক নেতানিয়াহু।
সেই প্রাচীন পালেস্তিনা ছোট রাজ্যের সাথে নবি ও বাদশা সুলাইমানেরও আ: লড়াই হয়েছিল। প্রাচীন ফিলিস্তিন ভূখণ্ডে প্রাচীন ‘কিংডম অব ইসরায়েল’ জন্ম নিয়েছিল। তারপর বহু বছর ইহুদিরা বিতাড়িত ছিল। বর্তমান ইসরায়েলও ফিলিস্তিন ভূখণ্ডে জন্ম নিয়েছে। এর জন্যে ফিলিস্তিনিদের বোকামি অস্বীকার করা যায় না। কাদের কাছে জমি বিক্রি করছিল, বুঝতে পারে নি ফিলিস্তিনিরা।
কিন্তু যায়নবাদি মানেই ইহুদী না। খৃস্টান যায়নবাদিও আছে। ইউরোপ আমেরিকার হাজার ইহুদি ইসরায়েলকে সমর্থন করে না। বিশেষত ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্র ইসরাইলের প্রতিষ্ঠাতাগণ আর ওটাকে টিকিয়ে রাখবার জন্যে মরিয়া যারা, তারা ষড়যন্ত্র করাকেই পরিকল্পনা করা মনে করে আসছেন, এবং এ পর্যন্ত রাষ্ট্রটি টিকিয়ে রাখতে যা করা হয়েছে মধ্যপ্রাচ্যে, তাতে এটা পরিস্কার- “Zionism justifies discrimination and oppression”। মানে যায়নবাদ তাদের প্রয়োজনে বৈষম্য ও অত্যাচার করা ঠিক মনে করে। শুধু এতেই শেষ না, প্রতিপক্ষকে নৃশংসভাবে হত্যা করাকেও অনুমোদন করে।
কিন্তু সত্য হল, ফিলিস্তিনিরা মরতে মরতে, রক্তাক্ত হতে হতে টিকে আছে বংশ পরম্পরায়। ওরা সংশপ্তক—ওরা মৃত্যু নিশ্চিত জেনেও লড়াই করে। ধ্বংসস্তুপে ফের ঘর বানাতে তাদের প্রজন্ম রয়ে যায়।