সিলেট-৩ উপনির্বাচন : মনোনয়নপ্রত্যাশী ফারজানা চৌধুরী বললেন..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২১, ৮:২৫:৫৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: ‘তিনি সবদিকে, সকলের দিকে খেয়াল রাখতেন। মানুষের জন্যে কাজ করতেন গভীর রাত পর্যন্ত নিরলসভাবে। ক্লান্ত হতেন না। সিলেট-৩ আসনের উন্নয়ন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, তাদের সুখ দুঃখের সাথী হওয়া, নিজেদের ব্যবসা, পরিবার স্বজনের দেখভাল, সবই তিনি করছিলেন অত্যন্ত মনোযোগে, ভালভাবে। সব আল্লাহর হুকুম। প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর জন্যে কিছু করতে পারার সময় পেলাম না, চলে গেলেন।’
স্মৃতিচারণ করছিলেন ফারজানা সামাদ চৌধুরী তাঁর মরহুম স্বামী সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের গতকাল ১৮ মে।
বললেন, ‘তিনি আমার ওপর সন্তুষ্ট ছিলেন। তিনি কখনো রাতে ফিরতে অনেক দেরি হলে আমি অপেক্ষা করতাম, ঘুমাতাম না। তাঁর জন্যে আমার টান সেরকম ছিল’।
সুনামগঞ্জের ভাটিপাড়ার সম্ভ্রান্ত জমিদারবাড়ির মেয়ে ফারজানা সামাদ চৌধুরী ব্যক্তিজীবনে ধর্মপ্রাণ ও কর্তব্যপরায়ণ একজন মানুষ। মহামারি করোনায় প্রিয় স্বামী মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন তিনি। এখনো শোকাচ্ছন্নতা কাটেনি।
প্রয়াত স্বামীর আসনে তিনি জাতীয় সংসদ নির্বাচন করতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কিনা এ নিয়ে এলাকায় নিশ্চিত হওয়া যায় নি আসনটি শূন্য ঘোষণা করার পরের কিছুদিন। সম্প্রতি তিনি এলাকার সব পেশা শ্রেণীর মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও দলীয় নেতা-কর্মীদের সান্ত্বনা দিতে গিয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার কথা ব্যক্ত করছেন। বিশেষত, অভিভাবকহীন হয়ে পড়া সিলেট-৩ আসনের নেতাকর্মীদের প্রতি এমপি’র স্ত্রী হিসেবে সুখে, দুঃখে পাশে থাকছেন।
আসনটিতে করোনার কারণে পিছিয়ে আগামী জুলাই মাসে উপনির্বাচন হওয়ার কথা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। ফারজানা সামাদ চৌধুরী অনুপমনিউজ২৪-কে বলেন, ‘যদি আল্লাহর হুকুম হয়, যদি নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনোনয়ন দেন, যদি এলাকার জনগণ চান, এ নির্বাচনী এলাকাতে তাঁর (তাঁর স্বামী) অসমাপ্ত কাজ শেষ করতে নির্বাচনে অংশ নিব’।
সিলেট-৩ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলা যায়। মনোনয়ন প্রত্যাশীরা জনসংযোগ করছেন। এ আসনে নির্বাচনে প্রার্থী হতে নেতাদের তোড়জোড় বেশ চোখে পড়ে। ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে ডজনের বেশি মনোনয়নপ্রত্যাশী হওয়ার কথা জানিয়ে তারা এলাকায় সরব রয়েছেন। প্রায় দুই মাস ধরে সমগ্র এলাকায় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে। মনোনয়ন প্রত্যাশী কেউ কেউ নিজেদের ছবি ও নৌকা প্রতীক সম্বলিত পোস্টার লাগিয়েছেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। তাঁদের বিভিন্ন অনুষ্ঠান মিডিয়াতে আসছে। প্রায় দু’সপ্তাহ আগে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ার কথা জানিয়েছেন প্রয়াত এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী। এরপর থেকে তার সিলেট-৩ আসনের উপনির্বাচন বিষয়ে নতুনভাবে সাড়া পড়েছে। নিজের ও স্বামীর ব্যবসা-বাণিজ্য দেখাশোনাসহ নানা কাজে ঢাকায় থাকছেন এবং মাঝে মাঝে ফেঞ্চুগঞ্জের বাড়িতে আসছেন ফারজানা চৌধুরী। স্বামীর মৃত্যুর পর বেশিই আসছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের বাড়িতে। তিনি এখন বেশি সময় গ্রামের বাড়িতে থাকতে পছন্দ করেন। স্বামী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসকে সমাহিত করা হয়েছে বাড়ির সামনে তাঁদের মসজিদ প্রাঙ্গণে।
উল্লেখ্য, সিলেট-৩ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, ধর্ম ও বাণিজ্যিক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরী গত ১১ মার্চ ২০২১ করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।




