সিলেট বিএনপি, যুবদল ও ছাত্রদলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১, ৯:৪১:০১ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেটে গত কয়েকদিনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে মহানগর বিএনপি।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দীকি এক বিবৃতিতে বলেন, গত কয়েক দিনে সিলেট নগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সাহেল আহমদ, যুগ্ম আহবায়ক হুমায়ুন রশীদ, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মোহন, বিএনপি নেতা তারিছ মিয়া ও সাদেক আহমদকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছে সরকারের পুলিশ বাহিনী। আমরা তাদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে তাদের নি:শর্ত মুক্তি চাই।
মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক লোকমান আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, মিথ্যা মামলায় হয়রানি আর জেল-জুলুমে বিএনপিকে কখনও দমানো যাবে না। বিএনপি এ দেশের জনগণের দল। জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তির হাতেই একসময় রাষ্ট্রক্ষমতা এনে দেবে।