ফারজানা চৌধুরীর সাথে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা ও মত বিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২১, ১০:৫৪:৩৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেট-৩ আসনের প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী’র সাথে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় অনুুুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার নুরপুরস্থ বাসভবনে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ের সময় ফারজানা সামাদ চৌধুরী প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্মৃতিচারণ করেন। তিনি স্বামীর অসমাপ্ত উন্নয়নমূলক কাজ শেষ করতে আসন্ন সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সদস্য দেলওয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, জুলহান চৌধুরী, আর কে দাস চয়ন, আব্দুর রহমান বাবুল, ফরিদ উদ্দিন, মোস্তাফিজুর রহমান কিনেল, রুমেল আলী, আব্দুল্লাহ আল নোমান, আসিফ ইকবাল ইরন, আব্দুস সালাম, ছামি হায়দার ও রুবানা আক্তার প্রমুখ।