ইরানের তৈরি সশস্ত্র ড্রোন ফিলিস্তিনিদের হাতে, আতংকিত ইসরায়েল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২১, ৪:৪৭:০৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক : ফিলিস্তিনিদের হাতে থাকা সশস্ত্র ড্রোম হুমকিতে খুব আতংকে আছে ইসরায়েল। এবার ইসরায়েলকে ক্রমবর্ধমান ড্রোন হুমকির সাথে লড়াই করতে হচ্ছে। সোমবারের মধ্যে কমপক্ষে ছয়টি ড্রোন পাঠানো হয়েছিল গাজা থেকে। এগুলো মারনাস্ত্রসজ্জিত ছিল। একটি এফ—সিক্সটিন ফাইটার থেকে শুট করে নামায় ইসরায়েল। আরেকটি আয়রন ডোম ছুঁড়ে ফাটানো হয় মাঝপথে।
ড্রোনগুলো ইরানের তৈরি। আমেরিকার ড্রোনের কপি ওসব। ওসব গাজার যোদ্ধারা পাচ্ছেন ইরানের কাছ থেকে। তেহরানের বেশ কয়েক লাইন সামরিক ড্রোন রয়েছে। যার বেশিরভাগ সশস্ত্র। ইরানের তৈরি ওসব ড্রোন ক্রুজ মিসাইল নিয়ে যেতে পারে। বিস্ফোরক প্যাক ওসবে জাইরোস্কোপ এবং গাইডেন্স রাখা যায়। ওসব ড্রোনের দ্বারা পূর্বপরিকল্পিত লক্ষ্যে আঘাত করা যায়। সূত্র: জেরুজালেম পোস্ট এ্যাক্সক্লুসিভ