চীনা নাগরিক খুন সিলেটে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২১, ৩:৫৪:৪৭ অপরাহ্ন
অনুপম ডেস্ক : সিলেট মহানগরে সহকর্মীর ছুরিকাঘাতে চীনা নাগরিক উই ওয়েল টাও খুন হয়েছেন। মঙ্গলবার সকালে নগরীর পাঠানটুলা বাসায় এ ঘটনা ঘটে। নিহত চীনা নাগরিক সিলেটের কুমারগাওয়ের বিদ্যুৎ প্লান্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, কুমারগাও বিদ্যুৎ প্লান্টে কাজ করেন ১২ জন চীনা নাগরিক। তারা বসবাস করেন নগরের পাঠানটুলাস্থ নিবাস-বি-১১/৯নং বাসায়। সকাল ৮টার দিকে নাস্তা করে চীনা শ্রমিকরা কাজে চলে যান। এরপরও কয়েকজন কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ৫ তলার ৭নং ফ্লাটে হঠাৎ মারামারি শব্দ শোনা যায়।
বাসায় থাকা অন্য চীনা নাগরিকরা গিয়ে দেখেন একজন রক্তাক্ত অবস্থায় পড়েন। অপরজনও রক্তাক্ত। তারা পুলিশকে খবর দিলে কোতোয়ালি ও পিবিআই পুলিশের দুটি টিম গিয়ে লাশ উদ্ধার করে। আহত অপর শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ মিডিয়াকে জানিয়েছেন, নিহত চীনা নাগরিকের বুকের মাঝামাঝি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও অন্য চীনা নাগরিকের শরীরের একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্লাট থেকে দু’টি ছুরি উদ্ধার করা হয়।