সিলেটে সুরমা পাড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২১, ৫:১০:১৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সিলেটের জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউপি-র ৫নং ওয়ার্ডের অন্তর্গত খিত্তারগাঁও গ্রামে সুরমা নদীর পাড় থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে লাশটি উদ্ধার করে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় গোলাম হোসেন নামের এক ব্যক্তি তার বেগুন ক্ষেতের পাশে সুরমা নদীর পাড়ে লাশটি দেখেতে পেয়ে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে জালালাবাদ থানার এসআই মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাতনামা অনুমান ৩০-৩৫ বছরের অর্ধগলিত একজন পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেন। যার কোমরে কালো বেল্ট, কালো ফুল প্যান্ট এবং কালো ফুল হাতা শার্ট পরিহিত সহ উপুড় হওয়া ভাসমান অবস্থায় রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান।