ইতালিতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২১, ১০:৪৬:৩০ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: ইতালিতে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত অব্যাহত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রোম ও বলোনিয়ায়। শনিবার ১৫ মে বেলা ২টায় বলোনিয়া এবং রোমে সান্তামারিয়া মার্জোরে গীর্জার সামনে বিকাল ৪টায় পৃথক পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিবাদ করা হয়েছে।
বলোনিয়া মানবাধিকার সংস্থা ছিকবাশ ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় সাধারণ জনগণ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। এতে বিপুল সংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশগ্রহণ করে ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলার মানবতার বিরুদ্ধে। গোটা বিশ্ব যখন করোনা মহামারিতে ক্লান্ত তখন অবৈধ দখলদার ইসরায়েল পবিত্র রমজানের মধ্যে আবারও দানবীয় রূপে আবির্ভূত হয়।
মুসলিমরা পবিত্র রমজানের ইবাদাত-বন্দেগীতে যখন মশগুল তখনই অশুভ ইহুদীবাদী শক্তি জগন্য হামলা চালায়। বক্তারা আরও বলেন, ইফতার ও নামাজ পড়াবাস্থায় শান্ত ইবাদাত চলাকালে সোমবার জেরুসালেমের আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং নির্বিচারে রাবার বুলেট ছুঁড়ে ৩০০ এর বেশি ফিলিস্তিনিকে আহত করে। পুরো রমজান জুড়ে পুলিশের বাড়াবাড়ি ছিলো চরমে এবং নিরবচ্ছিন্ন দখলদারীর মধ্যেই নতুন করে আদালতের মাধ্যমে কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উৎখাতের বিতর্কিত একটি তৎপরতা শুরু করে। এসময় ফিলিস্তিনি কয়েকজন নাগরিক সমাবেশে উপস্থিত সবাইকে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।