মালয়েশিয়ায় জালালাবাদ এসোসিয়েশন ও ডায়নামিকের ঈদ উপহার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২১, ৫:২৮:২৭ অপরাহ্ন
আহমাদুল কবির মালয়েশিয়া: মালয়েশিয়ায় জালালাবাদ এসোসিয়েশন ও সিলেট ডায়নামিক ফেডারেশনের যৌথ উদ্যোগে প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার বাংছার এলাকায় কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মাঝে এ ঈদ উপহার বিতরন করা হয়। ঈদ উপহার পৌছেঁ দেন জালালাবাদ এসোসিয়েশনের অর্থ সম্পাদক আতিকুর রহমান বেলাল ও তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ এনামুল ইসলাম। ঈদ উপহার পেয়ে খুশি প্রবাসীরা।
মহামারি করোনায় বিশ^ এক কঠিন সময় পার করছে। মহামারি সংক্রমনরোধে চলছে দেশে দেশে বিধিনিষেধ। মালয়েশিয়াও এর ব্যতিক্রম নয়। আক্রান্তদের রাখা হচ্ছে কোয়ারেন্টিনে এবং সংক্রমন এড়াতে দেশটিতে জারি রয়েছে এমসিও। কোয়ারেন্টিনে থাকা অনেক প্রবাসী এক ঘরে বাস করছিলেন। এই সময়ে জালালাবাদ এসোসিয়েশন ও সিলেট ডায়নামিক ফেডারেশন উদ্যোগ গ্রহণ করে ঈদ উপহার বিতরনের। আর এ উদ্যোগ চলমান থাকবে বলে জালালাবাদ এসোসিয়েশন ও সিলেট ডায়নামিক ফেডারেশনের নীতি নির্ধারকরা জানিয়েছেন। জালালাবাদ এসোসিয়েশন ও সিলেট ডায়নামিক ফেডারেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।