পুত্রের মামলা, বাবা গ্রেফতার, কারণ মাকে হত্যা করেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২১, ১২:৩৫:২২ অপরাহ্ন

নূরুল আলম সবুজ
অনুপম ডেস্ক: ঈদের দিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপজেলায় গৃহবধূ হত্যা মামলায় তার স্বামী নূরুল আলম সবুজকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত শুক্রবার সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহত গৃহবধূ বিবি ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।
তিনি জানান, ঈদের দিন (গত শুক্রবার) সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী নূরুল আলম সবুজ পলাতক ছিলেন।
পরে ওই দিন নিহতের ছেলে মিলন বাদী হয়ে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।




