ভারতে ২৪ ঘণ্টায় ৩,৮৯০ জনের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২১, ৭:৪৭:০৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে। করোনায় বিপর্যস্ত দেশটিতে নতুন করে আরও ৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়েছে, এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৯৮ জন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ একদিনের এই হিসাব শনিবার সকালে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতে সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৬ হাজার ২০৭ জনে; আক্রান্ত পৌঁছেছে ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জনে।
গত মার্চ মাসে দেশটিতে দৈনিক আক্রান্ত রোগী ছিল ২০ হাজারের নিচে। কয়েক সপ্তাহের ব্যবধানে হু হু করে শনাক্ত বেড়েছে। বেড়েছে মৃত্যুও। শুধু এপ্রিলেই দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৬ লাখ।
আক্রান্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত। আর মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের পরই চতুর্থ স্থানে আছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটি।
বিশেষজ্ঞরা এখন ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। তারা বলছেন, তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না, বরং ভ্যাকসিন আরও উন্নত করতে হবে।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯২টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।