জামায়াত নেতা শাহজাহান চৌধুরী ৩ দিনের রিমাণ্ডে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২১, ৬:৩০:৩৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক : হেফাজতের সহিংসতায় সংযুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে শনিবার ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে হাটহাজারী থানায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।
শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। হাটহাজারীর সহিংসতার ঘটনায় শাহজাহান চৌধুরী সম্পৃক্ত থাকার প্রমাণ রয়েছে।