কাল ওআইসির জরুরি বৈঠক: নিপীড়িত ফিলিস্তিনে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২১, ৭:১৭:৪৭ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: ইস্রায়লি সরকার কর্তৃক নিপীড়িত ফিলিস্তিনের পাশে থাকবে মালয়েশিয়া। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি সহায়তা অব্যাহত থাকবে।
ফিলিস্তিনিদের ওপর ইস্রায়েলের বৈরী আচরণ থেকে রক্ষার জন্য কঠোর অবস্থান গ্রহণেরও আহ্বান জানিয়েছে দেশটি।
শনিবার ১৫ মে এক বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা জানিয়েছেন। মুহিউদ্দিন জোর দিয়ে বলেছেন, প্যালেষ্টাইন এবং তার দেশের জনগণের আন্দোলনকে রাজনীতি, অর্থনীতি ও নৈতিকতার দিক দিয়ে সর্বদা সমর্থন দিয়ে আসছে। মুহিউদ্দিন বলেছেন, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্যালেস্টাইনের জনগণের জন্য হিউম্যানিস্টিস্ট ট্রাস্ট ফান্ডের (একেএআরপি) মাধ্যমে মালয়েশিয়া গত বছর আল-আকসা মসজিদে ১০,০০০ মার্কিন ডলার (৪১,২৫০ রিঙ্গিত) সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও গত বছরের ১০ মে জর্ডানে একটি বিশেষ চার্টার্ড বিমানের মাধ্যমে মালয়েশিয়ার সরকার এক মিলিয়ন ফেস মাস্ক, ৫০০ ফেস শিল্ড এবং ৫০০,০০০ রাবার গ্লাভস সহ চিকিত্সা পণ্য ফিলিস্তিনিদের কোভিড -১৯ মহামারী নিয়ন্ত্রণে সহায়তা করেছে।
এ দিকে ইস্রায়েললের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদেক্ষেপ নিতে কাল (১৬ মে রবিবার) এক জরুরি ভার্চুয়াল বৈঠকে বসছে ওআাইসি। বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন তুন হুসেইন।
হিশামুদ্দিন বলেছেন.বলেছেন, ইস্রায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়া ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।”আগামীকাল বৈঠকে ওআইসির কাছে ইস্রায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মালয়েশিয়ার দ্ব্যর্থহীন অবস্থানের কথা জানাবেন তিনি।
হিশামউদ্দিন বলেছেন, ফিলিস্তিন সম্পর্কে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলির মধ্যে ঐক্যমতে পৌঁছানোর জন্য ব্রুনাইয়ের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী দাতুক সেরি সেতিয়া হাজী ইরানওয়ান মোহাম্মদ ইউসুফ এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্সুডির সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ করছেন।
হিশাম উদ্দিন বলেন,”সম্মিলিতভাবে, আমরা ফিলিস্তিনে ইস্রায়েলি হামলার তীব্র নিন্দা জানাই এবং ইস্রায়েলকে অবিলম্বে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে এর আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান তিনি।