প্রধানমন্ত্রী শ্রী মুহিউদ্দিন ইয়াসিনের ইমামতিতে নিজ বাসায় ঈদের নামাজ আদায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২১, ১১:১০:৪৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক : বৃহস্পতিবার মালয়েশিয়ায়ও যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে মহামারী করোনার কারণে দেশটিতে নিষ্প্রাণ ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
করোনা প্রাদুর্ভাবের কারণে সরকারি বিধি-নিষেধ থাকায় মালয়েশিয়ায় এবার মসজিদগুলোতে স্বল্প পরিসরে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এমনকি নিজের ইমামতিতে পরিবারের সদস্য ও কেয়ারটেকারদের নিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে যা আপলোড করে মুহিউদ্দিন ইয়াসিন লিখেন, আলহামদুলিল্লাহ, আজ সকালে সবাইকে নিয়ে নিজ বাসায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ সাধারণ পরিবেশে আদায় করেছি। এদিকে, এবার লোকসমাগম নিয়ন্ত্রণ করে ঈদের নামাজের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার। ফলে মহামারি করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন দেশটির ধর্মপ্রাণ মুসলমান।