ইতালিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২১, ১০:৪৯:২২ অপরাহ্ন
জমির হোসেন: ইতালিতে ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ মে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশে একই দিনে সিয়াম সাধনার একমাস অতিবাহিত হওয়ার পর ঈদ পালন করেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য ইসলাম ধর্মালম্বী মুসলমানরা। সকালে রোমে একটু বৈরী আবহাওয়া ছিল এবং গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়।
এদিকে ঈদের নামাজের পর ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আগামীকাল শুক্রবার এক বিক্ষোভ সমাবেশের ডাক দেন স্থানীয় সময় বিকাল ৪ টায়। এ সময় ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু সবাইকে সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদের আহবান জানান।
রোমের ব্যস্ততম এলাকা লারগো প্রেনেসতে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় জামাত হয় সাড়ে আটটায়। পরে তৃতীয় জামত হয় সাড়ে নয়টায়। ঈদ উদযাপন কমিটির আহবায়ক নায়েব আলী এবং সমন্বয়ক ছিলেন আল আমিন। এছাড়াও ইতালির বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। করোনায় ইতালি সরকারের স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করেন। করোনা সমস্যায় বিগত বছরের তুলনায় এ বছর একটু ভিন্ন ভাবে মুসলমানদের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম এ উৎসব পালন করা হয়।
ঈদের অনুভূতি নিয়ে বাংলাদেশ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, কোভিড-১৯ কারণে সবকিছু সীমিত হয়ে গেছে। তবুও খোলা মাঠে ঈদের জামাত পড়তে পেরে অনেক ভাল লেগেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা। বৈশ্বিক মহামারীর মধ্যেও এ দিনটি উপলক্ষে চোখের পড়ার মত মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে এ বছর কোভিড-১৯ এর কারণে প্রবাসীদের মনে আগের মত তেমন আনন্দ দেখা যায়নি। নামাজ পরবর্তী সময়ে বিধিনিষেধ থাকায় কেউ কারো সাথে কোলাকুলি, হাত মুসাফা করার তেমন কোন দৃশ্য চোখে পড়েনি। সবাই ইতালি সরকারের স্বাস্থ্যবিধি নিয়ম মেনে এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন। জামাতে ছিল প্রশাসনের কড়া নিরপত্তা প্রহরা। ফলে সবাইকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে। লারগো প্রেনেসতে খোলা মাঠে জামাতের প্রশাসনিক সহযোগিতা করেন সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু এবং সার্বিকভাবে সহযোগিতা করেন বৃহত্তর ঢাকা সমিতি। করোনার ফলে আনন্দ অনেকাংশেই ভাটা পড়েছে ঈদ উদযাপনে এরপরেও জামাতে নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন প্রবাসীরা।