যুক্তরাজ্যে বাংলাদেশিদের ঈদুল ফিতর পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২১, ১০:৫১:২৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক : রাজধানী লন্ডনসহ যুক্তরাজ্যে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ বৃহস্পতিবার। মুসলমানরা করোনাভাইরাস মহামারির এ সংকটকালে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে অংশ নেন। ম্যানচেস্টার, বার্মিংহাম, ওল্ডহামসহ ব্রিটেনের বড় শহরগুলোতেও ঈদুল ফিতর শান্তিপূর্ণভাবে উদযাপনের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত অন্তত ১৫ লাখ বাংলাদেশি যথাযথ ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপন করছেন।