বরিশালে ৭৫ মসজিদে ২০ হাজার মানুষ আজ ঈদের নামাজ পড়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২১, ৩:৪১:০৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক : বরিশাল বিভাগের ৭৫টি মসজিদে আজ বৃহস্পতিবার প্রায় বিশ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। তারা চট্টগ্রামের চন্দনাইশ এলাহাবাদ জাহাগীরিয়া শাহ্সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর যেকোনও প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ যাবতীয় ধর্মীয় দিন পালন করেন তারা।
বিভাগীয় প্রধান মসজিদ বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ি এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তারা করোনামুক্ত বিশ্ব কামনা করেন। শাহ্সুফি দরবার শরীফের অনুসারী বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজি বাড়ি শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন মিঠু জানান, মূলত সৌদি আরবের সাথে সামঞ্জস্য রেখে সকল ধর্মীয় দিন পালন করেন তারা।




