কুয়েতও বাংলাদেশি ফ্লাইট ঢুকতে দেবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২১, ১:০৮:৩৯ অপরাহ্ন
অনুপম ডেস্ক : কুয়েতও বাংলাদেশের ফ্লাইট ঢুকতে না দেয়ার কথা জানিয়েছে। নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার যাত্রীবাহী বিমানও অনির্দিষ্টকালের জন্য এ নিষেধাজ্ঞার আওতায়।
সোমবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) এ নিষেধাজ্ঞা জারি করে। যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা জারি করা হলেও এসব দেশ থেকে কুয়েতে কার্গো বিমান পরিবহণে কোনো বাধা নেই। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাকে উদ্ধৃত করে দ্য নিউজ অনলাইন এ তথ্য দিয়েছে।
ডিজিসিএ’র বিবৃতিতে বলা হয়, এসব দেশের নাগরিকদের কুয়েতে আসতে হলে তাদের তৃতীয় কোনো দেশে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতও এ নিষেধাজ্ঞা দিয়েছিল।