শিশুটি তার মায়ের চলে যাওয়া দেখছিল, মা কাঁদছিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২১, ৩:১৩:৪৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক : শিশুটি বুঝে উঠতে পারছিল না, তার মাকে নিয়ে ফেরি চলে যাচ্ছে কেন তাকে ফেরিঘাটে রেখে। সে চেয়ে আছে মায়ের চলে যাওয়ার দিকে। মায়ের অন্তরে তোলপাড়, হায়রে হায়, বাচ্চা তার ভিড়ের মাঝে কোন ফাঁকে পিছে রয়ে গিয়েছিল, উঠতে পারেনি।
দ্রুত মা অশান্ত হয়ে উঠে চিৎকার করে জানান ফেরি ড্রাইভারকে যে, তার শিশু ঘাটে রয়ে গেছে। পরে ফেরি ঘাটে ভিড়ায় ড্রাইভার। মা তার শিশুকে নিয়ে নানার বাড়ি ঈদ করতে রওনা হয়। ঘটনাটি গতকাল মাওয়া ফেরিঘাটের। সূত্র: এনটিভি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন