বাংলাদেশসহ চার দেশের নাগরিক আরব আমিরাতে ঢুকতে পারবে না
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২১, ৬:২৫:২৪ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ চার দেশের নাগরিকদের প্রবেশ স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। বাকি তিন দেশ হলো- পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
সোমবার দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা আরোপ করে। আগামী ১২ মে থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।
তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।
এর এক মাস আগে ভারত থেকে ভ্রমণ বন্ধ করে আরব আমিরাত। সূত্র: খালিজ টাইমস