বৃহত্তর কাজিটুলা ইউ.কে প্রবাসীর উদ্যোগে ৩ শ পরিবারে সহায়তা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ১০:২৬:২২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: রমজান উপলক্ষে বৃহত্তর কাজিটুলা ইউ.কে প্রবাসীদের উদ্যোগে কাজিটুলায় রবিবার ৯ মে তিন শ পরিবারের মাঝে ৬ ব্লকের মাধ্যমে বন্টন করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাউর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমান বাবলুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামসুল আলম সমসু, কামরান আহমদ কামাল, ফখরুল ইসলাম শামিম, আব্দুল মালিক সুজন, সুমন আহমদ, সিন্টু মিয়া, হানিফ আহমদ, কয়ছর আহমদ, বাবলু মিয়া, পারভেজ আহমদ, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, ফরহাদ আহমদ, আরেফ আহমদ, ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সৌমিক, জুসেফ আহমদ, জাকারিয়া আহমদ, মকবুল হোসেন, সালমান আহমদ, মো. আতিকুর রহমান প্রমুখ।
যাদের অক্লান্ত পরিশ্রমে এ অর্থ বিতরণ করা হয়েছে বৃহত্তর কাজিটুলা ইউ.কে প্রবাসী কমিউনিটি সভাপতি ফয়সল ইসলাম শাহরিন সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমদ বাবলু সমন্বয়কারী মীর জসিম উদ্দিন জিলহাদ, আফসর আহমদ, এলিস খান, তৈয়বুর রহমান, মুস্তাক আহমদ, রাজিব আহমদ,আবুল হায়াত মাছুম, ছালেক খান, আসরাফ আহমদ, শাহ কামাল দিপু, মনসুর আহমদ রুবেল, নাবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিলাদ আহমদ, আজিজুল আমবিয়া সজিব, আশরাফ আলম, লাহিন খান, আমির খসরু ইমন, মোস্তাকিম চৌধুরী মনি, মহসিন চৌধুরী, ফয়েজ চৌধুরী।