বাড়ি ফেরার জনস্রোত, বঙ্গবন্ধু সেতুতে গভীর রাতে দূরপাল্লার বাসের সারি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ৭:২৪:১৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক : বাড়িফেরা আটকানো যাচ্ছেনা কোনোভাবেই। ফেরিঘাটে বিজিবি মোতায়েন সত্বেও আপনঘরমুখি মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না।
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু দিয়ে পাঁচ শতাধিক যাত্রীবাহি বাস পারাপার হয়েছে গভীর রাত থেকে ভোর ৬টা পর্যন্ত।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আন্তঃজেলা বাস চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকলেও রোববার ৯ মে গভীর রাত থেকে ভোর পর্যন্ত এসব বাস গাড়ি পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার ৮ মে সকাল ৬টা থেকে রোববার ৯ মে সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু্র উপর দিয়ে ২৬ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা। পারাপারের মধ্যে ট্রাক, পিকআপ, মাইক্রো, ব্যক্তিগত গাড়ি ছিল বেশি। এরমধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে পাঁচ শতাধিক যাত্রীবাহি বাসও সেতু পার হয়েছে। আসন্ন ঈদে ঘরমুখো মানুষ বিভিন্ন পন্থায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপারে বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, অনেক মানুষ তাদের পরিবার নিয়ে ব্যাটারি চালিত, সিএনজি চালিত, লেগুনাযোগে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে আসছেন। এরপর কেউ উঠছেন খোলা ট্রাকে, কেউ বা মোটরসাইকেলে সেতু পার হয়ে পশ্চিমপাড়ে যাচ্ছেন। মালবাহী ট্রাকগুলোর প্রায় প্রত্যেকটিতেই মালামালের উপর যাত্রী পরিবহণ করতে দেখা যায়।