‘রবীন্দ্রসংগীত স্বরলিপিনির্ভর, তাই এর সুর কখনও বিকৃত হয়নি’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ৩:৪৫:০০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: ২৫ বৈশাখ, ৭ মে, বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে যেসব কবি-সাহিত্যিক প্রতিষ্ঠিত করেছেন, তাঁদের অন্যতম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এক প্রশ্নের জবাবে বলেন:
‘রবি ঠাকুরের গানের কথা ও সুরে শ্রোতাদের কাছে টানার মন্ত্র আছে। আরও সহজভাবে বললে, সহজ কথায় মোলায়েম সুরে বিশ্বকবি তার গানগুলো সৃষ্টি করেছেন। কিন্তু এই সহজ কথার গভীরে সূক্ষ্ণভাবে তিনি জীবনবোধ তুলে ধরেছেন। আরেকটি বিষয় হলো, রবীন্দ্রসংগীত স্বরলিপিনির্ভর, যার জন্য এর সুর কখনও বিকৃত হয়নি। রবীন্দ্রনাথের গানের বাণী আমাদের মন আন্দোলিত করে, প্রেম প্রকৃতি, নিসর্গ থেকে শুরু করে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছু নিয়ে ভাবতে শেখায়। অন্যদিকে তার গানে-সুরে কোমলতা আছে, তা যে কারও হৃদয় স্পর্শ করার মতো। এ কারণে রবিঠাকুরের সৃষ্টি শত বছর পরেও সমকালীন।’