দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৮২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ৭:৪৫:৪২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। যা গত পাঁচ সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১হাজার ৮৩৩ জনে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬৮২জন। মোট শনাক্ত ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার ৭ মে বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৮জন সহ মোট ৭ লাখ ৪ হাজার ৩৪১জন সুস্থ হয়ে উঠেছেন।এতে আরো জানানো হয়, ৪৪৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২৯টি নমুনা সংগ্রহ এবং১৭হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৫ লাখ ৯৯হাজার ২৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে করোনা পরিস্থিতি।