রনক আহমদ চৌধুরীর ছড়া: চাঁদের বুকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২১, ৪:১৭:১৮ অপরাহ্ন
চাঁদের বুকে
রনক আহমদ চৌধুরী
(নিউইয়র্ক হইতে)
আকাশ ভরা তাঁরার নীড়ে
এক ফালি চাঁদ হাসে,
বছর ঘুরে ঘরে ঘরে
ঈদ যখনই আসে।
চিকন চাকন চাঁদের ধরন
খুশীর আবির মাখা,
ঐ শাওয়ালের চাঁদের বুকে
ঈদ মোবারক আঁকা।
বিশ্বে এখন যেমন করে
বাড়ছে মহামারী,
ঈদের মজা কেমনে পাবো
দুঃখ বাড়ী বাড়ী।
শোক কাটিয়ে ঈদে মানুষ
আবার যেনো হাসে,
এই বিপদে সবাই যেনো
থাকি সবার পাশে।