শাবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২১, ১২:৪২:৩৭ অপরাহ্ন
সংবাদদাতা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর লাশ ঝুলন্ত উদ্ধার করা হয়েছে। নিজ বাড়ীর পাশে একটি আম গাছের ডালের সাথে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হওয়া এই শিক্ষার্থীর নাম আলমগীর হোসেন। সে শাবিপ্রবির ২০১২-১৩ সেশনের রসায়ন বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৭ থেকে ৯ টার মধ্যে সে গলায় ফাঁস লাগাতে পারে বলে জানিয়েছেন সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী।
তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।