বাংলাদেশি বিজ্ঞানির ‘ভাসমান ট্রেন’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১২:২৩:৩১ অপরাহ্ন
অনুপম বিজ্ঞান ডেস্ক: বিশ্বের ১০০ সেরা বিজ্ঞানিদের একজন বাংলাদেশি পদার্থবিদ ড. আতাউল করিম ভাসমান ট্রেন আবিষ্কার করে বিশ্বে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তিনি ট্রেনের এমন একটি নকশা তৈরি করেছেন, যা চলার সময় লাইন স্পর্শ করবে না। চুম্বক শক্তিতে সেটা ভেসে থাকবে। নতুন এই নকশা ট্রেনের প্রচলিত ধারাকে পুরোই পরিবর্তন করে দিয়েছে। চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে চলবে বুলেট ট্রেনের মতো। চীন, জার্মানি, ও জাপানে ১৫০ মাইলের বেশি গতির ট্রেন আবিষ্কৃত হয়েছে। তবে পার্থক্য হচ্ছে, ওই ট্রেনে প্রতি মাইল ট্র্যাক বসানোর জন্য গড়ে খরচ পড়ে ১১ কোটি ডলার। আর ড. আতাউলের আবিষ্কৃত এই ট্রেনে খরচ হবে মাত্র এক কোটি ২০ লাখ থেকে ৩০ লাখ ডলার।
ড. আতাউল এই প্রকল্পটি শুরু করেন ২০০৪ সালে। এর দেড় বছর পরই ট্রেনটির প্রোটোটাইপ তৈরি করতে সক্ষম হন তিনি। পরের সময়টায় নামকরা বিজ্ঞানীরা মডেলটি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। কিন্তু কোনো ক্রুটি খুঁজে না পাওয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদনের সিদ্ধান্ত হয়েছে। এরইমধ্যে বিভিন্ন দেশে এই ট্রেন বাণিজ্যিকভাবে তৈরির বিষয়টি ভাবা হচ্ছে।