সিলেটে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে খুব কম, সিএনজি-রিক্সার ভিড়ে জ্যাম অবস্থা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৯:২১:৫৪ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: সিলেট শহরে খুব কম মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। গ্রাম, হাটবাজার থেকে শুরু করে নগরীতে শারীরিক দূরত্ব মানার বালাই নেই। মাস্ক ও গ্লাভস পরার ক্ষেত্রে বেশির ভাগ মানুষই এখনও উদাসীন। বেশিরভাগ বেপরোয়া মাস্কের ব্যাপারে। বন্দরবাজার, জিন্দাবাজার, নয়াসড়ক ইত্যাদি জায়গায়, দোকানে শপিং সেন্টারে মাস্কহীন মানুষের সংখ্যা বেশি। মধুবনের পাশে বেবিশপে বিক্রেতা কাস্টমারকে বার বার মাস্ক পরতে অনুরোধ করতে দেখা গেছে। জেলরোডের আড়ংয়ে তাপ মেপে মাস্ক আছে কিনা চেক করে ঢুকতে দিতে দেখা গেছে।
জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও বাগে আনা যাচ্ছে না ঘর থেকে বেরিয়ে আসা নিয়ন্ত্রণহীন মানুষকে। জেলা প্রশাসন বলছে, মানুষকে সচেতন করতেই অভিযান চালানো হচ্ছে। অভিযানের মূল টার্গেট হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা এবং ঘরে রাখা। কিন্তু কিছু মানুষ অহেতুক ঘর থেকে বের হচ্ছে। ফলে সকাল থেকে মধ্যরাত অবধি মানুষের ভিড় লেগেই আছে পথেঘাটে। বন্দর, তালতলা, সোবহানিঘাট, কীনব্রিজের মুখ ও বাস টার্মিনাল এবং কদমতলী এলাকা ঘুরে দেখা গেছে মানুষের ভিড়, সিএনজির ভিড়। নগরীর বিভিন্ন স্থানে মানুষের জটলাও দেখা গেছে। সিএনজি অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিন্তু যাত্রী উঠাচ্ছে আগের মতই।