পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার চার্জশিট কাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৯:৫৭:৩২ অপরাহ্ন
সংবাদদাতা: পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান আহমদ হত্যাকাণ্ডের সাত মাসের মাথায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার ৫ মে সকাল ১১টায় আদালতে অভিযোগপত্র জমা দেয়ার কথা জানিয়েছেন পিবিআই সিলেটেরে পুলিশ সুপার খালেদ-উজ-জামান।
এদিন বেলা ১২টায় পিবিআই সিলেটে অফিসে প্রেসব্রিফিং করে মামলার পুরো তদন্ত কার্যক্রম ও আসামিদের ব্যাপারে অবগত করা হবে বলে জানান পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান।
তিনি বলেন, চার্জশিট প্রস্তুত হয়ে গেছে। তদন্তে যাদেরই সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে তাদেরকে আসামি করা হয়েছে। তবে কাদেরকে আসামি করা হচ্ছে তা এখনই বলতে নারাজ এ পুলিশ কর্মকর্তা।
পুলিশ সুপার বলেন, করোনা পরিস্থিতি ও নিখুঁত তদন্তের স্বার্থে আলোচিত এ মামলাটির আসামি পুলিশ হওয়ায় একটি নির্ভূল ত্রটিমুক্ত ও গ্রহণযোগ্য চার্জশীট তৈরি করতে কিছুটা সময় লেগেছে।