দু’জন রোজাদার খেলোয়াড়কে ইফতারের সুযোগ দিতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা থামল কিছুক্ষণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৯:১১:১১ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লীগের খেলা থামলো কিছুক্ষণ রোজাদার খেলোয়াড় দুজনের ইফতারের সুযোগ দিতে। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ক্রিস্টাল প্যালেস আর লেস্টার সিটির ম্যাচ। সেই ম্যাচের দর্শকরা দেখলেন অবাক করা এক বিষয়। ম্যাচ চলাকালীন হঠাৎ করেই ৩০ মিনিট পর বন্ধ হয়ে যায় খেলা! ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক গোল কিক না করে বল ধরে দাঁড়িয়ে রইলেন!
দ্য অ্যাথলেটিক এর এক প্রতিবেদনে বলা হয়- কারণটা অভিনব। লেস্টার সিটির দু’জন মুসলিম ফুটবলার ফোফানা এবং কৌইয়াত ওইদিন রোজা রেখেছিলেন এবং ওই সময়টায় তাদের ইফতারের সময় হয়েছিল। প্রতিপক্ষ হলেও তারা যাতে রোজা ভাঙতে পারেন সেজন্য এই কাজ করেন ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা। ম্যাচ শুরুর আগেই দুই দল এ ব্যাপারে র্যাফারি গ্রাহাম স্কটের সাথে আলাপ করে রেখেছিলেন।
যাই হোক, লেস্টার সিটির ওই দুই ফুটবলার সামান্য একটু পানি মুখে দিয়ে আবার খেলায় ফিরে আসেন এবং বিজয়ীও হন।
ধারণা করা হচ্ছে, এই প্রথম প্রিমিয়ার লিগের কোন ম্যাচ বন্ধ করা হলো মুসলিম খেলোয়াড়দের ইফতার করার সুযোগ করে দিতে।