হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ আটক এক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৬:০৮:৫১ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জ জেলার চুনরারুঘাট থানাধীন শ্রীকুটা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আব্দুল আলী ওরফে লাল মিয়া মেম্বারকে (৫০) আটক করেছে র্যাব। তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত লাল মিয়া মেম্বার চুনারুঘাট থানাধীন চন্দনা গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।
মঙ্গলবার ৪ মে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লাল মিয়াকে আটক করা হয়েছে।