দলত্যাগীরা ফিরে এলে স্বাগত জানাবেন মমতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ১:০৯:৫৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অনেকে। তাদের অধিকাংশই খালি হাতে ফিরতে হয়েছে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ফিরতে চাইলে সকলকেই দলে স্বাগত জানাবেন তিনি। সোমবার ৩ মে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
এক প্রতিবেদনে বলা হয়, ভোটের ফলাফলে তৃণমূলের ধারেকাছেও নেই বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন যে নেতারা- তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং নিশীথ প্রামাণিককে বাদ দিলে কেউই জয়ী হতে পারেননি। বিরাট ব্যবধানে হেরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, বৈশালী ডালমিয়ারা। ভোটে বিজেপির পরাজয়ের পর তাই তাঁদের তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সোমবার সকালে কালীঘাটে যখন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা, সেখানে দলবদলকারীদের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, ‘আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত।’
তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কেউ এখনও প্রকাশ্যে জোড়াফুলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেননি। তবে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়েও দেওয়া যাচ্ছে না। তবে এ নিয়ে প্রশ্ন করলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল ছেড়ে যাঁরা এসেছিলেন, তাঁরা অত্যাচারিত এবং অপমানিত হয়ে এসেছিলেন। মনে হয় না তাঁদের কেউ ফিরে যাবেন।’