পরশু শপথ নেবেন মমতা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ৯:৫৯:০৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: আগামী বুধবার ৫ মে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। পরদিন ৬ মে থেকে জয়ী দলের অন্য বিধায়করা শপথ নেবেন। সোমবার এই কথা জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।
রোববার পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরই নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়।
ফল প্রকাশের ২৪ ঘণ্টা পরই সোমবার বিকালে তৃণমূল ভবনে দলের নবনির্বাচিত বিধায়কদের সাথে বৈঠক করেন মমতা। সেখানেই নবনির্বাচিত বিধায়ক ও দলের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকে শপথ গ্রহণের দিন স্থির হয়। এই বৈঠকে মমতা ব্যানার্জিকে বিধানসভার পরিষদীয় দলের দলনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়।
এ ব্যপারে পার্থ চ্যাটার্জি বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের বৈঠক হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা সর্বসম্মতিভাবেই মমতা ব্যানার্জিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত করেছেন। হুইল চেয়ারে বসে বাংলার মানুষকে রক্ষা করার জন্য তিনি যেভাবে সংগ্রাম চালিয়েছেন, তাই তার প্রতি আমরা কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেছি। ’
তিনি আরও জানান, ‘আমরা চাই আগামী ৫ মে মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করুন। পরদিন ৬ মে থেকে তৃণমূলের সমস্ত নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ করাবেন প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত বিমান ব্যানার্জি।
পরে সমস্ত নিয়মনীতি মেনেই বিমান ব্যানার্জিকে বিধানসভার স্পিকার পদে বসানো হতে পারে বলেও এদিন আভাস দিয়েছেন পার্থ চ্যাটার্জি। তবে নতুন মন্ত্রিসভায় কাদের রাখা হবে সে ব্যাপারে এদিনের বৈঠকে কোনো কিছু স্থির হয়নি। এ ব্যাপারে পার্থ চ্যাটার্জি জানান, ‘দলনেত্রীই নিজেই বিষয়টি ঠিক করবেন। ’