আহমেদ আরিফের মৃত্যুতে সিসিক মেয়রের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ৭:২৮:২৪ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক আহমেদ আরিফ আরেফ ইন্তেকাল করেছেন।
সোমবার (৩ মে) বাংলাদেশ সময় মধ্যরাতে কাতারের হাম্মাদ হাসপাতালে চিকিৎমাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আহমেদ আরিফ আরেফ করোনা আক্রান্ত হয়ে এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।
এই ক্রীড়া সংগঠক আহমেদ আরিফ আরেফ মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আহমেদ আরিফ আরেফ সাবেক জেলা ছাএদলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।