৫ শ’ পরিবারের পাশে ‘গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ১১:৪১:০৯ অপরাহ্ন
সংবাদদাতা: ‘গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র উদ্যোগে গোলাপগঞ্জের অসহায় ৫ শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। রোববার ২ মে বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
‘গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’ উপদেষ্টা মঞ্জুর শাফি চৌধুরী এলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ও সমাজসেবী এমদাদ রহমানের যৌথ পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান ও সাংবাদিক সাজলু লস্কর।
বক্তব্য রাখেন হ্যাল্পিং হ্যান্ডস ইউএস এর বাংলাদেশ প্রতিনিধি সাহাত মাহমুদ, ইমদাদুর রহমান স্বপন, সাহেদ আহমদ ও সুজন আহমদ খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর চৌধুরী, সাইকুজ্জামান চৌধুরী শিমু, মাহমুদুল হাসান, সুলতান আহমদ, রুহেল আহমদ রিপন, আব্দুস সামাদ চৌধুরী, আরাফাত হক, মোঃ জাবির আহমদ লিপু, জয় খান ও আলাউর রহমান আলাল প্রমুখ।-বিজ্ঞপ্তি