গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর এপ্রিলে প্রবাসীরা দ্বিগুণ টাকা পাঠিয়েছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ১:৫৬:৩৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক : চলতি অর্থবছরের এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে দুই দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে। যা গত বছরের এপ্রিল মাসের তুলনায় প্রায় দ্বিগুণ।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গত বছরের এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১.০৯ বিলিয়ন ডলার। তবে, চলতি অর্থবছরের এপ্রিলে এসে এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২.০৭ বিলিয়ন ডলারে।
এ ছাড়া, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত বছরের একই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের তুলনায় ৩৯ শতাংশ বেশি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন