জননেত্রী শেখ হাসিনাই চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন : শাহ মুজিবুর রহমান জকন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২১, ৮:০৮:৫৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক ভিপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধা বঞ্চিতদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ১৯৯৭ সালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন প্রকল্প চালু করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা কালীন সময়ে কর্মহীন ১০ কোটি টাকা ৩৬ লক্ষ পরিবারের মধ্যে ২৫০০ টাকা করে নগদ, বিকাশ, শিয়র ক্যাশ ও রকেট এর মাধ্যমে সরাসরি মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠানোর কার্যক্রম চালু করেছেন। এছাড়া ৫ কোটি টাকা ক্ষতিগ্রস্থ ১লক্ষ কৃষককে ৫ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছেন। এছাড়া ওএমএস এবং টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের কম মূল্যে পণ্য ক্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর টাকাও মোবাইলে ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকাও একই ভাবে অভিভাবকের মোবাইলে চলে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা-শ্রমিকদের জীবন মান উন্নয়নে কাজ করে গেছেন। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনাই চা শ্রমিকদের সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য চা শ্রমিকরা বঙ্গবন্ধুকে ভালবাসে, শেখ হাসিনাকে ভালবাসে।
তিনি রোববার করোনাকালীন সময় বাসা বাড়ীতে লেখা পড়ার জন্য ফেঞ্চুগঞ্জের মনিপুর চা বাগানে চা শ্রমিকের সন্তানদের মধ্যে বই শ্লেট ও চকসহ শিক্ষা সামগ্রী বিতরণকালে একথা বলেন।
পরে তিনি চা শ্রমিকদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এসময় চা শ্রমিক পঞ্চায়েত সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।