ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২১, ৭:০৫:৩২ অপরাহ্ন
ম্যানচেষ্টার প্রতিনিধি: যুক্তরাজ্য ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার ২৯ এপ্রিল যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সদ্য গন মাধ্যমে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে, কুটক্তি, অশালীন ভাষা ব্যবহার এবং কুরুচীপুর্ন বক্ত্যবের বিরোদ্ধে, ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি অয়েছে কামালীর সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায়, অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জননেতা নইম উদ্দীন রিয়াজ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, অনুষ্টানে প্রধান আলোচক হিসাবে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের , সহ সভাপতি হরমুজ আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , যথাক্রমে যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এম এ সারব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিছবাউর রহমান মিছবাহ , কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেখ মাহমুদ আলী, অনুষ্টানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রখ্যাত লেখক সাংবাদিক সুজাত মনসুর, কলামিষ্ট, লেখক তোহিদ ফিতরাত হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ ছুরাবুর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা, সহ সভাপতি গৌছ মিয়া, ওল্ডহ্যাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, লিভারপুল আওয়ামীলীগের সভাপতি মোজাহিদুর রহমান, কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মোকদ্দছ আলী, নর্থ আম্পটন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ রউফ, এসেক্স আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মোস্তফা, লীডস আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন, স্ট্রোক-অনট্রেন্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, নর্থ লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ২৬ শে টেলিভিশন এর CEO জামাল আহমদ খান।
ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ইবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল, আইন বিষয়ক সম্পাদক শেখ জিল্লুর রহমান জিলা, প্রচার সম্পাদক আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহান জামান, সাবেক ছাত্রনেতা সৈয়দ ইমরান হোসেন, মোহাম্মদ আলম, ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমদ, গ্রেটার ম্যানচেষ্টার সেচ্চাসেবক লীগের সভাপতি আমিনুল হক অয়েছ, সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল সহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক- সামাজিক যোগাযোগ মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটু বাক্যের কড়া সমালোচনা করেন , এহেন কুরুচিপূর্ণ বক্তব্য তার হীন মন – মানসিকতার বহিঃপ্রকাশ উল্ল্যেখ করে বলেন, দেশ – বিদেশে আওয়ামী পরিবারের কোন নেতা- কর্মী যেন উনার সাথে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক আলোচনার জন্য এক টেবিলে না বসেন, সে দিকে কড়া নজর দিতে হবে। বাংলাদেশের ১৬ কোটি মানুষের আশা- আকাংখা এবং বাংলার জনগণের ভাগ্য উন্নয়নের একমাত্র সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে লক্ষ / কোটি মুজিব সৈনিকদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এম এ মালেক সাহেবকে রাজনৈতিক ও সামাজিক ভাবে বয়কট করার জন্য আওয়ামী পরিবারের সবাইকে উদাত্ব আহবান জানান।